ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আরো বাড়ল সোনার দাম, কাল থেকে কার্যকর

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চার হাজার ৬২৬ টাকা।

রবিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম সোমবার (৬ নভেম্বর) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতিভরি কিনতে খরচ হবে ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩২৫ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

 

এর আগে গত ২৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয় এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। এর আগে সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

আর্কাইভ

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

স্বত্ব © ২০২৩ ঢাকা মেইল ২৪