ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দুদু ৩ দিনের রিমান্ডে

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অনুমতি নিয়ে শামসুজ্জামান দুদু বলেন,  আমরা গণতন্ত্র, ভালো নির্বাচনের  জন্য আন্দোলন করছি।  আমাদের আন্দোলনকে বানচাল করতে আমাদের একেকজনকে একের পর এক মামলায় আসামি করা হচ্ছে।  শুধু  তাই  নয় মিথ্যা অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে  রিমান্ডের আবেদন করছে। রিমান্ডে না নিয়েও তদন্ত করা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

আর্কাইভ

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

স্বত্ব © ২০২৩ ঢাকা মেইল ২৪