ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. মোস্তফা মোল্লা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ বাগেরহাটের কচুয়ার বিলকুল কাঠালতলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার বিকেলে মামাবাড়ির পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যান। মামাবাড়ির পরিবারের লোকজন তাকে ফিরে আসতে দেরি দেখে পুকুর যায়।

পরে সেখানে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে।মৃতের স্বজনরা জানায়, ওই তরুণ সাঁতার জানতেন না। তিনি সোমবার সকালে বাড়ি থেকে ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর গ্রামে মামা রুহুল মোল্লার বাড়ি বেড়াতে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

আর্কাইভ

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

স্বত্ব © ২০২৩ ঢাকা মেইল ২৪