নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আলুর নাবী ধ্বসা (লেট ব্লাইট) রোগ প্রতিরোধী জাতের ট্রায়াল শুরু হয়েছে। বারি’র জীবপ্রযুক্তি বিভাগ বুধবার প্রতিষ্ঠানের গবেষণা মাঠে ওই ট্রায়াল কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় জীবপ্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুনসহ বারির পরিচালকবৃদন্ধ এবং উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ড. মাহমুদা খাতুন বলেন, আলু দেশের অন্যতম গুরুত্বপূর্ন সবজি। প্রোটিন সমৃদ্ধ এ আলোর রোগ-ব্যাধিগুলোর মধ্যে অন্যতম নাবী ধ্বসা। যেসব এলাকায় এ রোগের পাদুর্ভাব দেখা দেয়, ওইসব এলাকার ৯৫ ভাগ ফসল সম্পুর্ণ নষ্ট হয়ে যায়। প্রতি বছর এ রোগের ওষুধের জন্য কৃষকের মোট উৎপাদন খরচের ২৫ থেকে ২৮ ভাগ ব্যয় হয়। ক্ষতিকারক এ রোগ থেকে রক্ষা পেতে ফিড দ্য ফিউচার গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশিপ, মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ইউএসএআইডির মধ্যে অংশীদারিত্বমূলক একটি প্রকল্প গ্রহণ করে গবেষণা শুরু করে বারি। থ্রিআর জিন নামে এক ধরেণের জিন ব্যবহার করে জাতটি উন্নয়নের চেষ্টা চলছে। সফল হলে নাবী ধ্বসা রোগ থেকে রক্ষা পাবে ফসল। ফলন বাড়বে কমবে উৎপাদন খরচ।