গাজীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজলুর রহমান গ্রেপ্তার
রানা গাজীপুর:
গাজীপুররে কোনাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজলুর রহমান ওরফে ফজলুকে গ্রেপ্তার করেেছ পুলশি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেেক তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতরে মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত মো: ফজলুর রহমান টাঙ্গাইল সদর থানার হাতিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার সহকারী উপ-পুলশি পরর্দিশক (এএসআই) স্বপন মিয়া ও রানু খন্দকার জানান, ফজলুর রহমানকে একটি সিআর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৬ মাসরে সাজা প্রাপ্ত অনাদায়ে ৪ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামি। কোনাবাড়িসহ কাশমিপুর ও মৌচাক এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।