গাজীপুর প্রতিবেদক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) তৈলবীজ গবেষণা কেন্দ্রের আয়োজনে বুধবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক অংশগ্রহণ করেন।
তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (উদ্যানতত্ত গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম বক্তব্য রাখেন।
ড. দেবাশীষ সরকার তাঁর বক্তব্যে তৈল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে আমদানী নিভর্রতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করার আহবান জানান।