নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৩৩টি সাধারণ ও উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। আগামী ৯ মার্চ এসব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩৩ টি নির্বাচনের মধ্য রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রæয়ারি, মনোনয়নপত্র বাচাই ১৫ ফেব্রæয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রæয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রæয়ারি।
ইসি সচিব জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।
জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহ নিসটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৫ মে। এই সিটির ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত বছরের ২০ ডিসেম্বর। আগামী ১৯ জুনের মধ্যে এ সিটির সির্বাচনের বাধ্যকতা রয়েছে।
অন্যদিকে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর তিনি অসুস্থ্য মারা যান। ফলে মেয়র পদে উপনির্বাচন করতে হচ্ছে এ সিটিতে।
এদিকে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয় কুমিল্লা সিটির সীমানা নির্ধারণ চলমান আছে। এই কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই দুই সিটি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, পটুয়াখালী, বকশীগঞ্জ ও আমতলী পৌরসভার সাধারণ, ত্রিশাল, মুন্সিগঞ্জ, শিবগঞ্জ, কাটাখালী ও তাহেরপুর এই পাঁচটি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, ১০টি পৌরসভার সাধারণ কাউন্সিলপ পদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ২১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন, ১৪৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচন, ২৩টি ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন, ছয়টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ও একটি সদস্য পদে উপনির্বাচনসহ এ দিন মোট ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।