বিনোদন প্রতিবেদক
আজ শুক্রবার মুক্তি পেয়েছে প্রেম ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘রুখে দাঁড়াও’। এ সিনেমার মধ্য দিয়ে প্রায় ৬ বছর পর সিনেমা হলে আসলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ২০১৮ সালে সর্বশেষ মুক্তি পায় তার ‘ভালো থেকো’ সিনেমা। এরপর কয়েকটি সিনেমার কাজ শেষ করলেও সেগুলো মুক্তি পায়নি।
নতুন এই সিনেমাটি প্রসঙ্গে নায়িকা বলেন, ‘রুখ দাঁড়াও’ একটি ক্যাম্পাস ভিত্তিক মাদকবিরোধী গল্পের সিনেমা। এটি একটি সুন্দর গল্পের কাজ। এই সিনেমায় নানা সেন্টিমেন্ট আছে, প্রেম আছে, সংঘাতও আছে। গত বছর শুটিং শেষ হয়েছিল। অবশেষে মুক্তি পেল। সিনেমাটির বাজেট আরেকটু বেশি হলে আরও ভালো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজটি করা যেত। তারপরেও যতটুকু হয়েছে সেটি দর্শকরা পছন্দ করবেন বলে তা বিশ্বাস।
সুকুমার চন্দ্র দাশ পরিচালিত ‘রুখে দাঁড়াও’ সিনেমায় তানহার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক কায়েস আরজু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।
তানহা আরও বলেন, সিনেমার চেয়ে নাটকেই এখন তার ব্যস্ততা বেশী। যখন সিনেমা কম করা শুরু করলেন তখন নিজেকে নাটকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন। বলতে গেলে এখনো নাটক, বিজ্ঞাপন এবং ওটিটি নিয়েই ব্যস্ত। ভালোবাসা দিবস এবং ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। সিনেমা মুক্তির খবরটি হুট করে জেনেছি। আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। জানালে হয়তো সেভাবে প্রচারণায় অংশ নিতে পারতেন।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানহা তাসনিয়ার ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এছাড়াও শিগগিরই ‘তারামন বিবি’ সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান নায়িকা।