অর্থনীতি প্রতিবেদক
ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত ২২ জানুয়ারি বাংলাদেশ প্রতিযোগীতা কমিশন দুই মামলায় ওই রায় দেয়।
কমিশনের সদস্য হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ প্রতিযোগীতা কমিশন (বিসিসি) পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদেশ জারির দিন থেকে ৩০ দিনের মধ্যে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা পরিশোধ করতে হবে।
বিসিসি জানিয়েছে, ২০২২ সালের আগস্টে পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে এই দুই কোম্পানির বিরুদ্ধে। ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ জানুয়ারি মামলার রায় প্রকাশ হয়। ২৪ জানুয়ারী এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।