শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
গাজীপুর প্রতিবেদক
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষক সমিতির নতুন কমিটি নিয়ে সাধারন শিক্ষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ২৩ জানুয়ারি শিক্ষকদের হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে ৩১ ডিসেম্বর কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা নতুন ওই কমিটি পোষ্ট করা হয়। কমিটিতে অধ্যক্ষ অধ্যাপক ডা. আমীর হোসাইন রাহাত নিজেই নিজেকে সভাপতি ঘোষণা করেছেন। কমিটি প্রকাশ হওয়ার পর কলেজের শিক্ষক নেতা ও সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ডা. আমির হোসাইন রাহাত গত ৬ ডিসেম্বর অধ্যক্ষ হিসেবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে যোগদান করেন।
ওই কলেজের রেডিওলজী বিভাগের বিভাগীয় প্রধান ও স্বাচিবের জেলা সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার অভিযোগ করেন, শিক্ষদের একটি কমিটি রয়েছে। তাপরও সাধারণ শিক্ষকদের সঙ্গে কোন আলোচনা না করে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ। ২২ সদস্যের কমিটিতে অধ্যক্ষ নিজেই সভাপতি এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. মনিরুজ্জামানকে সাধারন সম্পাদক উল্লেখ করা হয়েছে। ডা. মো. মনিরুজ্জামান ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক। প্রকাশ্যে অধ্যক্ষের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও শিক্ষকরা মনগড়া ওই কমিটি নিয়ে ক্ষুব্ধ।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ডা. আমির হোসাইন রাহাত বলেন, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। সভাপতি-সাধারন সম্পাদকসহ কয়েকজন শিক্ষক বদলী হয়ে যাওয়ায় অনেকগুলো পদ শুন্য হয়। শুন্যপদগুলো পূরণ করে শিক্ষক সমিতি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি আগামি তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন এবং এজিএমের মাধ্যমে গঠনতন্ত্র অনুমোদন করবে।