শাহীন মোল্লা
গাজীপুর মহানগরীর পুবাইলে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে পূবাইলের মীরের বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে মীরের বাজারের নিউ থ্রী স্টার রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং জরিমানা মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস দোকানে রাখায় ইত্যাদি কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও ফল ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় উক্ত দোকানগুলোকে প্রাথমিকভাবে সতর্ক করে ভোক্তা অধিকার কতৃর্পক্ষ।