গাজীপুর পরিবেশক
চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আহমেদ রুবেলের দাফন গাজীপুরে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাযা নামাজ শেষে তাকে গাজীপুর শহরের প্রধান গাজীপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে নিহতের পিতা অধ্যাপক আয়েশ উদ্দিন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, নাট্য অভিনেতা আশরাফ হোসেন টুলুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর দুইটার দিকে অভিনেতা আহমেদ রুবেলের মরদেহবাহী হিমায়িত গাড়িটি মরহুমের গাজীপুরে উত্তর ছায়াবীথি এলাকায় নিয়ে আসা হয়। এ সময় প্রতিবেশীসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, অভিনেতা আহমেদ রুবেলরা দুই ভাই এবং ৪ বোন ছিলেন। বড় ভাই ডাক্তার খালেদ শামসুল ইসলাম ডলার কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।