গাজীপুর প্রতিবেদক
গাজীপুর মহানগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন এবং একটি স্যুটিং স্পটের লেকে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরের মো. মাসুমের পৌনে দুই বছরের শিশুপুত্র মো. মোস্তাকিম, ঢাকার বাড্ডা এলাকার একটি মাদ্রাসার ছাত্র মো. মাহফুজ (১৭) ও ভ্যানচালক রফিকুল ইসলাম (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মোস্তাকিমের পরিবার গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় ভাড়া থাকে। মঙ্গলবার সন্ধ্যায় চাচার সাথে বাসার সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় স্থানীয় জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজের একটি মাইক্রোবাস মোস্তাকিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে বুধবার দুপুর ১২টার দিকে ভ্যান চালিয়ে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রকিকুল ইসলাম। পেছন থেকে একটি ট্রাক ভ্যান গাড়িতে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। পরে ওই ট্রাকের নীচে পিষ্ট হয়ে মারা যান রফিকুল ইসলাম। তিনি ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার মতকুলা গ্রামের মিছির আলীর ছেলে।
অপর দিকে বুধবার দুপুরে পুবাইলের আপন ভূবন স্যুটিং ও পিকনিক স্পটের লেকে নৌকা থেকে পড়ে মারা যায় মাদ্রাসা ছাত্র মাহফুজ। সকালে ঢাকার বাড্ডা ইসলামীয়া কওমী মাদ্রাসা থেকে মাহফুজসহ ৬’শ শিক্ষার্থী ওই বিনোদনকে পিকনিকে আসে। দুপুরে লেকে নৌকা চালনার সময় অসাবধানবশত মাহফুজসহ কয়েকজন পানিতে পড়ে যায়। অন্যরা সাঁতার কেটে উঠেতে পারলেও মাহফুজ ডুবে নিখোঁজ হয়।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মাহফুজ ও মোস্তাকিম মৃত্যুর ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। অপরদিকে গাছা থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।