গাজীপুর মহানগরীর পূবাইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণ চলছে
গাজীপুর প্রতিবেদক
গাজীপুর মহানগরীর পূবাইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে জহিরুল হক শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি পূবাইল থানার পুলিশ।
নগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল থানার বাড়ইবাড়ি এলাকার বাসিন্দা হাবিব শিকদার জানান, জমির সীমানা নিয়ে তার সাথে চাচাত ভাই জহিরুল হক শিকদারের বিরোধ রয়েছে। কিছুদিন আগে চাচা তার জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেন। স্থানীয় ভাবে বিচার না পেয়ে তিনি গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা নিষ্পত্তি না পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃংখলা বজায় রাখতে ১৪৫ ধারার স্থিতি অবস্থা জারি করেন। গত ১৫ জানুয়ারি পূবাইল থানার এসআই মারফত আলী উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে আদালতের আদেশের বিষয়টি অবগত করেন। কিন্তু জহিরুল হক শিকদার গত ৪দিন ধরে স্থানীয় কিছু লোকের সহায়তায় আদালতের আদেশ উপেক্ষা করে তার জমিতে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পুবাইল থানার এসআই মারফত আলী বলেন, তিনি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে যার যার অবস্থানে থাকার কথা জানিয়েছেন। বর্তমানে সেখানে কি হচ্ছে তা তার জানা নেই।
পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করার বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।