শাহীন মোল্লা, গাজীপুর
গাজীপুরের পূবাইলে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় ওই দুর্ঘঠনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাবিব (২১) পূবাইল আদর্শ কলেজে অনার্সের ছাত্র এবং জামালপুরের ইসলামপুরের ডিগ্রিরচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সাথে টঙ্গী মরকুন মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকতেন। পড়াশোনার পাশাপাশি তিনি আনোয়ার গ্রæপে চাকরি করতেন।
পুলিশ জানায়, টঙ্গী থেকে মোটরসাইকেলে করে পূবাইলের মীরেরবাজার যাচ্ছিলেন হাবিব। করমতলা পৌছালে একটি ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তিনি। এ সময় নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের (পিপিএল) একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাবিব৷
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।