শাহীন মোল্লা
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাঝুখান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বুধবার গভীর রাতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর পূবাইলের মারুকা এলাকার ইউনুস আলির ছেলে মেহেদী হাসান জনি (৩৩) ও একই থানার মাঝুখান পশ্চিমপাড়া এলাকার মজিবর খানের ছেলে আলমাছ খান (২৪) ও মৃত তোফাজ্জল মোল্লার ছেলে লাভলু (৩০)।এ সময় তাদের কাছ ৩টি সুইচ গিয়ার চাকুসহ ডাকতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এস আই উত্তম কুমার সুত্রধরের নেতৃত্বে পুলিশ নগরীর মাঝুখান এলাকার ১৪ তালা ভবনের সামনের রাস্তায় বিশেষ অভিযান চারায়। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই ৩জনকে আটক করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ মামলা দায়েরের পর আসামীদের গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে