গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জে ঈশ্বরপুর এলাকায় পুকুর থেকে একটি প্রাচীন বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। মুতুর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ মূতির্টি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর এলাকায় একটি প্রাচীন পুকুর থেকে ভেকু দিয়ে মাটি খনন করে পাশের শেখ ফরিদের জমি ভরাট করা হচ্ছিল। এক পর্যায়ে গত বুধবার শেখ ফরিদ ভরাট করা জমি সমান করার সময় মাটির সঙ্গে মিশে থাকা একটি মূর্তি পান। প্রথমে বিষয়টি গোপন রাখা হয়। পরে জানা জানি হলে স্বর্ণমূর্তি পাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদের বাড়ি গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে প্রাচীন বিষ্ণুমূর্তিটি কাঁসা-পিতলের তৈরি। এর উচ্চতা আনুমানিক ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক এক কেজি ১৬৩ গ্রাম মূর্তিটি আদালতে পাঠানো হবে।