ছুরিকাঘাতে নারী শ্রমিক হত্যা
দুই ছিনতাকারী গ্রেপ্তার, রক্তমাখা ছোরা ও মোটরসাইকেল জব্দ
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুর মহানগরীর নাওজোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুর গ্রামের মো. নাঈম ইসলাম (২৩) ও নীলফামারীর ডোমার থানার নিজবুডাবুরী গ্রামের মো. রাকিবুল ইসলাম ইমন (২৩)।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. শাহ্ আলম শনিবার বিকেলে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রথমে নান্দাইল থানার কামালপুর থেকে নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে নগরীর বাসন থানার নাওজোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাফিকুল ইসলাম ইমনকে। তাদের দেখানো স্থান থেকে উদ্ধার হয় ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা ছোরা এবং মোটরসাইকেল।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে ব্যাটরারীর রিকশায় নগরীর কোনাবাড়ি থানার পারিজাত এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন শেনন সোয়েটার্সের নারী শ্রমিক শেরপুরের ঝিনাইগাতি থানার মালিঝিকান্দা গ্রামের মাসুদ রানার স্ত্রী রুবিয়া খাতুন (২২)। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রীজে পৌঁছালে লাল রংয়ের পালসার মোটরসাইকেলে করে আসা তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে রুবিয়ার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা রুবিয়াকে পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে মোবাইল ফোন নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় রুবিয়াকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।