গাজীপুরে ইয়াবাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের পুবাইল থেকে ইয়াবাসহ শীর্ষ নারী মাদক কারবারি কোহিনুর বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নৈপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুবাইল থানা পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোহিনূর বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূবাইলের শীর্ষ নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার দুপুরে কোহিনুর বেগমকে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।