শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে আহত ও তার পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা: স্বামী গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় স্বামী আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠালী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম।
গ্রেপ্তার আজিজ মিয়া (৩৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রাজাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী তসলিমা আক্তার (৩০) ও তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে (২৫) ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুইজনকেই বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাসলিমার চিৎকারে লোকজন ছুটে এসে আশরাফুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাসলিমাকে আশংকাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত আশরাফুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার মো: ওয়াহব বিশ্বাসের ছেলে। তিনি এস.এস ফ্যাশন নামে একটি ছোট কারখানা পরিচালনা করতেন। পেশায় নির্মাণ শ্রমিক আজিজ মিয়া শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
রোমহর্ষক হত্যার বর্ণনা দিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ মিয়া র্যাবকে জানিয়েছেন ৮ বছর আগে তিনি তাসলিমাকে বিয়ে করে চন্নাপাড়া গ্রামে বসবাস করছেন। স্ত্রী তাসলিমা আশরাফুলের গামের্ন্টে চাকরি করতেন। ওই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।
গত ৪ নভেম্বর সকালে আজিজ মিয়া পাশের কড়ইতলা গ্রামে কাজে যায়। ভুলে নির্মাণ কাজের সরঞ্জাম ফেলে গেলে সেগুলো আনতে ফের বাড়িতে যায় আজিজ। ঘরে প্রবেশ করে স্ত্রীকে মোবাইল ফোনে কথা বলতে দেখেন। “আজিজ দুরে কাজে যাবে, বাচ্চারা স্কুলে গেছে। বাসা ফাঁকা, তুমি সাড়ে ১০টার মধ্যে চলে আসো’ স্ত্রীকে এমন কথা বলতে শোনায় আজিজ মিয়া একটি টয়লেটে লুকিয়ে থাকেন। আশরাফুল ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে তাসলিমার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এ দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে আশরাফুলকে মাথায় ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা ও স্ত্রী তসলিমা আক্তারকে গলা ও গালে কুপিয়ে আত্মগোপনে চলে যান আজিজ মিয়া।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র্যাবের হাতে গ্রেপ্তার আজিজ মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।