গাজীপুর: ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্থ কৃষি জমির মালিকদের মানববন্ধন
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে থাকা ব্যক্তি মালিকানাধীন জমি অবাধ ব্যবহারের দাবিতে এবং বন বিভাগের হয়রানি থেকে রক্ষা পেতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দা ও জমির মালিকগণ। কর্মসূচী চলাকালে প্রায় আধাঘন্টা ওই মহাসড়কের ঢাকামুখি লেনে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় জমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্র্ড কাউন্সিলর ছবদের হাসান, আব্দুল খালেক ডিলার, খন্দকার বিল্লাল হোসেন, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, সইজুদ্দিন মন্ডল, কমিটির সদস্য সচিব হাজী সালাউদ্দিন প্রমুখ। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ভাওরাইদ, বাংলাবাজার, বাহাদুরপুর, নান্দুয়াইন, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি, হাতিয়াবসহ বিভিন্ন এলাকার সর্বস্থরের বাসিন্দা যোগ দেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানা দেয়ালের ভেতরে আড়াইশ প্রসাদ মৌজায় নগরীর ২২ ও ২৩ নং ওয়ার্ডে প্রায় পাঁচশ কৃষকের পনের’শ বিঘা জমি রয়েছে। এই সব জমি চাষাবাদ করতে উদ্যানের গেইট দিয়ে যাতায়ত করতে হয়। কিন্তু গেইট বন্ধ করে রাখায় কৃষকরা প্রয়োজনমত যাতায়ত করতে পারেন না। অনেক সময় বন মামলা দিয়ে হয়রানী করা হয়। তাছাড়া সম্প্রতি উদ্যানে বিষাক্ত সাপ অবমুক্ত করায় যাতায়ত বিপদজনক হয়ে পড়েছে। প্রতি মৌসুমে ধান লাগানো, নিরানো, ফসল কাটা ও আনা-নেওয়ার সময় কৃষকদের ভোগান্তির সম্মুখীন হতে হয়। এতে তারা নানা ভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। এসব হয়রানী বন্ধ ও জমিতে অবাধে যাতায়তের দাবি দ্রুত সমাধান না হলে আরো বড় কর্মসূচী দেওয়া হবে বলে হুসিয়ারী দেন বক্তরা।