টঙ্গীতে হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে পূর্বের ‘টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’ রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘টঙ্গীবাসী’ নামক একটি সংগঠনের ব্যানারে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ হাসপাতালের প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. মানিক হোসেন, পসভ. আরাফাত, যুবদল নেতা মিজানুর রহমান রাজ, ছাত্রদলের টিপু, মহিলা দলের নাসিমা ও রাশিদা প্রমূখ।
বক্তাগণ বলেন, আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের পৈত্রিক দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্টার সময় হাসপাতালের নাম ছিল টঙ্গী সরকারী হাসপাতাল। ২০১৭ সালে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে নাম দেওয়া হয় ‘আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল’। আওয়ামী লীগ সরকারের আমলে এই হাসপাতাল দুর্নীতি-অনিয়মের আখড়ায় পরিনত হয়। যেহেতু জমির মালিক ছিলেন নুরুল ইসলাম সরকারের পরিবার, তাই নাম পরিবতন করা হলে দাতা পরিবারের সদস্যদের নামে হওয়া উচিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।