গাজীপুরের কালীগঞ্জ
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জে যুবলীগ নেতাকে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশের সঞ্চালনায় জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, হান্নান মোল্লা, বেনজীর আহমেদ সরকার, ওবায়দুর রহমান আকন্দ, শাহাদাৎ হোসেন নাসিম প্রমুখ।
বক্তব্যে বক্তাগণ বলেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম অলি দীর্ঘদিন ধরে পলাতক। গত সোমবার প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের চিঠি দেয় জেলা প্রশাসন। মনির হোসেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন তিনি। রাজধানীর পূর্বাচল সংলগ্ন নাগরী একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ওই ইউনিয়নে যুবলীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তাকে অব্যাহতি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুসিয়ারি দেন বক্তরা।
মানবন্ধনের আগে একটি র্যালী ঢাকা বাইপাস সড়কসহ নাগরী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।