গ্রেপ্তার আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত আমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে আলমগীর হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় নছের মার্কেট এলাকা থেকে কোনাবাড়ি থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে তাঁর নামে কোনাবাড়ি থানায় চাঁদাবাজি মামলা হয়।
মামলার বাদি রহিমা বেগম (৫৭) এজাহারে উল্লেখ করেন, কোনাবাড়ির হরিণাচালা পারিজাত আমতলা এলাকার মিরপুর মৌজায় ৩০ বছর পূর্বে ৫৭ শতাংশ জমি ক্রয় করেন তার ছয় ভাই। ওই সময় বাড়ি নির্মাণ করে বোন রহিমা বেগমকে ওই জমি দেখাশুনার দায়িত্ব দেন তার ভাইয়েরা। কিছু দিন পূর্বে আলমগীর হোসেন (৪০) রহিমাকে জানায়, জমি তিনি কিনে নিয়েছেন। বাড়ি-ঘর ভেঙে রহিমা যেন চলে যান। এরপর থেকে আলমগীরের ছোট দুই ভাই মিন্টু মিয়া ও রিপন হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা জমি ছেড়ে দিতে হুমকি দিতে থাকেন। অন্যথায় মোটা চাঁদা দিতে হবে বলে জানায়।
গত ৭ আগস্ট বিকেলে আলমগীর ও তাঁর ছোট দুই ভাই এবং দুই ছেলেসহ প্রায় ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে রহিমার বাড়িতে লুটপাট, হামলা ও ভাংচুর চালায়। তারা বেধড়ক পিটিয়ে রহিমাকে গুরুতর আহত করে। ভাংচুর ও লুটপাটে ১০ লাখ টাকার ক্ষতি করে। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর জিএমপি’র কোনাবাড়ি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।