গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানা কৃষক লীগের সহ-সভাপতি এমদাদ হোসেন ইন্দুকে (৫৫) গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার রাতে পূবাইলের খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ ছিলেন আনোয়ার হোসেন ইন্দু। জমি বিক্রি করে পজিশন বুঝিয়ে না দেওয়াসহ নানা অকর্মের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারো।
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গাছা থানার একটি মামলায় কৃষক লীগ নেতা এমদাদ হোসেনকে বুধবার দুপুরে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।