গাজীপুর প্রতিনিধি
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর ও ঢাকার রমনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রমনা থানা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর মডেল থানায় আনা হয়। তার নামে শ্রীপুর থানায় বৈষম্য বিরোধেী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যাকান্ডের ঘটনায় শ্রীপুর মডেল থানায় দায়ের করা দুই মামলায় আলী হায়দার রতনকে আসামী করা হয়েছে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের ভাগিনা। হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে জ্ঞিাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আলী হায়দার রতনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার শ্বশুর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মোস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। অভিযোগ আছে, শ্রীপুরে জমি দখল সূচনা হয় তার হাত ধরে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে আলী হায়দার রতন শ^শুর বাড়ি এলাকায় আবুল খায়ের গ্রæপের হয়ে জমি কেনা শুরু করেন। এক পর্যায়ে জোরপূবর্ক দখল করতে থাকেন নিরীহ মানুষের জায়গা-জমি। কবরস্থানের জমিও দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।