গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। রবিবার রাতে বাসন থানার মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে। নগরীর বাসন থানার ওসি মোঃ শাহিন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত সীমা আক্তার (৩০) মোগরখাল এলাকায় আব্দুর রহিমের বাড়ির ভাড়াটে মো. আলহাজ উদ্দিনের স্ত্রী।
দগ্ধ অন্যরা হলেন, পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান এবং তাসলিমা বেগম (৩০) ও তাঁর মেয়ে তানজিলা বেগম (১০)। তারা সবাই একই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আটটার দিকে পারভিন আক্তার বাসায় রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। প্রথমে তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তার মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, গাজীপুর থেকে নারী ও শিশুসহ মোট পাঁচজনকে রবিবার রাত ১১টার দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে সীমা আক্তার মারা গেছেন। আহতদের মধ্যে পারভীনের শরীর ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও আয়ানের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।