গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একাধিক শিশু-কিশোরকে বলৎকারের অভিযোগে আহত মসজিদের ইমামের কারাগারে মৃত্যু হয়েছে। রবিবার রাত তিনটার দিকে গাজীপুর জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়।
নিহত ইমাম রহিজ উদ্দিন (৩৫) চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। ৬ মাস আগে তিনি গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। মারধরে তার মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে একটি সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক শিশু-কিশোরকে বলৎকারের অভিযোগে রবিবার ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসী আটক করে। তারা গাছের সঙ্গে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে তাকে গণপিটুনি দেয়। ওই ঘটনায় নির্যাতিত এক কিশোরের পিতা বাদি হয়ে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রহিজ উদ্দিনকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রাত পৌনে তিনটার তিনি কারাগারের অভ্যন্তরে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রæত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে মারধরের আঘাতের চিহ্ন ছিল। রাত তিনটার দিকে তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপতালে পাঠানো হয়।
নিহতের নিহতের ভগ্নিপতি মো. আব্বাস অভিযোগ করে বলেন, রহিজ উদ্দিনের বাবা নেই। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তার শ্যালক মাসিক ১৫ হাজার টাকা বেতনে ৬ মাস আগে ওই মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। পাশাপাশি মক্তবে ছোট বাচ্চাদের পড়াতেন। মসজিদ কমিটি নিয়ে দ্ব›দ্ব ছিল। ওই দ্বন্ধে তাকে পরিকল্পিতভাবে বলৎকারের অপবাদ দিয়ে ফাঁসিয়ে বেদম মারধর করা হয়েছে। মারধরে অসুস্থ হয়ে পড়লে পুলিশকে সুচিকিৎসার অনুরোধ করা হয়েছিল। পুলিশ তা না করে আদালতে পাঠিয়ে দেয়। চিকিৎসার অভাবে কারাগারে তার শ্যালকের মৃত্যু হয়েছে। তিনি তদন্তপূর্বক এ ঘটনার সুবিচার দাবি করেন।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, একাধিক শিশু-কিশোরকে বলৎকারের চেষ্টার অভিযোগে ইমাম রহিজ উদ্দিন গাছে বেধে মারধর করে জনতা। পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গীর আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। রাত পৌনে তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন শুনেছেন। তার মৃত্যুর ঘটনায় আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে একটি সংগঠনের কর্মীরা থানায় এসেছিলেন। তারা লিখিত অভিযোগ দিবেন জানিয়েছেন।