নিহত ইসমাইল পালোয়ান
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাত ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে পৌরসভার দুর্বাটি এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল পালোয়ান (৪৫) ওই এলাকার মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। তিনি বিভিন্ন ওষুধ ব্যবসায়ী ছিলেন।
নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন, ইসমাইল হোসেনের সাথে চাচাত ভাই তোফাজ্জল পালোয়ানের (৫৫) জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ইসমাইল পালোয়ান বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে তোফাজ্জল, তার স্ত্রী সাবিনা আক্তার (৪৫) ও পরিবারের অন্য সদস্যরা এবং নবীন হোসেন পালোয়ানের ছেলে সুফল পালোয়ান (৩৬) বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় অভিযুক্তরা ইসমাইলকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এক পর্যায়ে তোফাজ্জল পালোয়ান হাতে থাকা হাতুড়ি দিয়ে ইসমাইলকে বেধড়ক পিটিুনী দেয়। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয় ইসমাইল হোসেন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।