গাজীপুর প্রতিবেদক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাÐে একটি সূতার কারখানা, ঝুটের ১৩টি গুদাম এবং একটি বাড়ির ৫টি ঘর পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ি থানার দেওলিয়াবাড়ি এলাকায় ওই অগ্নিকাÐের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমান সূতা, সূতা তৈরীর কাঁচামাল, যন্ত্রপাতি ও ঝুট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূতা তৈরীর জান্নাতুল টেক্সটাইল কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা পাশের দুইটি বাড়িতে ছড়ায়। স্থানীয়ভাবে চেষ্টা করে আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে গাজীপুরের বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো শুরু হরে। দুই ঘন্টার চেষ্টায় বেলা ২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে জান্নাতল টেক্সটাইল কারখানা, রুস্তম আলী, ইসমাইল হোসেন ও আরফান হোসেনেরসহ ১৩টি ঝুট গুদাম ও মালামাল এবং পাশের ইসমাইল খান ও আলম মিয়ার বাড়ির ৫টি করে ১০টি রুম আংশিক পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ি মর্ডাণ, ভোগড়া ও কাশিমপুর ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে সূতা তৈরীর কারখানার একটি দ্বিতল ভবন, তিনটি টিনশেড ভবন, বিপুল পরিমান সূতা, তুলা, যন্ত্রাপতি এবং ১৩টি গুদামের ঝুট ও ২টি বাড়ির কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ৫০০-৬০০ ঘরবাড়ি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে।