গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার সকাল ১১টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় আন্দোলনকারীরা তাকওয়া পরিবহনের একটি বাস বাস ভাঙচুর করে। পরে প্রশাসনের বিচারের আশ্বাস পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
মানববন্ধনে অংশ নেয়া কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সোহেল ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. সিফাত রহমান বলেন, হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নগরীর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
তাকওয়া পরিবহনের মালিক প্রতিনিধি আব্দুল আউয়াল জানান, সিয়ামকে হত্যা করা হয়েছে চ্যাম্পিয়ান পরিবহনের বাস থেকে ফেলে দিয়ে। কিন্তু একটি মহল তাকওয়া পরিবহনকে এ ঘটনায় জড়াচ্ছে। শনিবার সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী মাস্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের চালক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এসময় তারা কয়েকটি তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর করে।