ছুরিকাঘাতে নিহত জয়
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে মো. জয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার পৌরসভার লোহাগাছ সামু মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত জয় সামু মার্কেট এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ আরও ৩-৪ যুবকের। একপর্যায়ে বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায় মোজাম্মেল হক। স্থানীয়রা জয়কে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে আশংঙ্কাজনক অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যায় জয়।
এদিকে জয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মধ্যরাতে উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে।