গাজীপুরে বিএনপি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর নগরীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক নিয়ে একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টাল অপপ্রচার করেছে অভিযোগ করেছে স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে ওয়ার্ড কার্যালয়ে দলীয় এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান।
তিনি বলেন, গত শুক্রবার পূবাইলের বেপারীপাড়া এলাকায় দলের প্রয়াত ত্যগী নেতা মরহুম কবির হোসেনের স্মরণে তার কবরের পাশের খালি মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়। সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে দল যাকেই মনোনয়ন দিবে তার জন্যই কাজ করার বিষয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকারসহ পুবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকটি সফল ভাবে শেষ হয়।
কিন্তু উঠান বৈঠকে ঈর্ষান্বিত হয়ে পতিত আওয়ামী লীগের দোসরদের ইন্দনে গত শনিবার একটি জাতীয় দৈনিকের অনলাইনে ‘গাজীপুরে আওয়ামী লীগ নেতার উঠানে বিএনপি’র উঠান বৈঠক’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করে। ওই সংবাদে প্রায়াত বিএনপি নেতা কবিরের ছোট ভাই মাসুদ রানাকে যুবলীগের ট্যাগ লাগানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে মাসুদ রানা বিএনপির একজন সক্রিয় কর্মী। আওয়ামী বিরোধী আন্দোলনে দুইটি রাজনৈতিক মামলার আসামি হয়ে তিনি একাধীকবার জেল খেটেছেন।