গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের ঐতিহ্যবাহী কাজী আজিমউদ্দিন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন ওমর ফারুক সাফিন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ’র অনুমোদন ক্রমে গত ১লা জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এক চিঠিতে ওই মনোনয়ন দেন। তাঁকে সভাপতি মনোনয়ন দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহল স্বাগত জানিয়েছে। তাদের প্রত্যাশা সাফিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান উন্নত হবে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পোটান গ্রামের বাসিন্দা ওমর ফারুক সাফিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী কৃৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। শিক্ষানুরাগী সাফিন রাজনীতির পাশাপাশি ব্যবসা, সমাজসেবায় জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (বাংলা বিভাগ) ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।