প্রতিকী ছবি
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার ভোরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত শান্ত (২০) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন, কালীগঞ্জের বড়হরা এলাকার রিফাত (১৯), ভাটিরা এলাকার রুবেল (২৮) ও বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার মো. শামসুদ্দিন মোল্লার গোয়াল ঘরে ৫/৭ জনের একদল চোর হানা দেয়। টের পেয়ে পাশের ঘরে ঘুমিয়ে থাকা গৃহকর্তা শামসুদ্দিন মোল্লা জেগে উঠেন। তিনি বিষয়টি মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে এগিয়ে আসার আহবান জানানো হয়। এলাকাবাসী চারদিক থেকে ঘিরে চারজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। আহত ওই তিনজন।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গণপিটুনীতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।




