গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর পৌরসভার অতিরিক্ত হোল্ডিং টেক্স আরোপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পৌরবাসী। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচী পালিত হয়।
জানা গেছে, সম্প্রতি নাগরিকদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টেক্স ১৫ থেকে ১৭ গুণ বৃদ্ধি করে পৌর কর্তৃপক্ষ। শুধু তায় নয়, এক সাথে ৫ বছরের টেক্স অগ্রিম পরিশোধের জন্য নোটিশ দেয়। হঠাৎ অস্বাভাবিক ট্রেক্স বৃদ্ধির নোটিশ পেয়ে হতভম্ব হয়ে পড়েন অনেকে। অনেকে কর বিভাগে যোগাযোগ করেও সহযোগীতা পাননি। প্রতিবাদে মঙ্গলবার হাজার হাজার পৌরবাসী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ, মানববন্ধ ও প্রতিবাদ সভা করেন। বিক্ষোভকারীরা শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ ও পৌরসভার কর নির্ধারক আরফান হোসেনের একক সিদ্ধান্তে মাত্রাতিরিক্ত কর আরোপের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। পরে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সেলিম মোল্লা, অধ্যাপক এমদাদুল হক, সাংবাদিক সালাম রানা, ব্যবসায়ী কামাল হোসেন, ব্যবসায়ী আমানউল্লাহ প্রমুখ।
বক্তাগণ বলেন, যেসব বাড়ির টেক্স ৩০০ টাকা ছিল, এক লাফে তা করা হয়েছে ৫ হাজার টাকা। তাছাড়া ৫ বছরের টেক্স একসাথে পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। টেক্স বৃদ্ধির ক্ষেত্রে পৌরসভার বাসিন্দাদের মতামত, সক্ষমতা বিবেচনা না করে একক সিদ্ধান্তে চাপিয়ে দেওয়া হয়েছে।
