ছবি: বুলবুল আহম্মেদ
গাজীপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ৪ মামলার আসামী সাজ্জাদ হোসেন বুলবুল ওরফে বুলবুল আহম্মেদ (৪০) ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। এক বছরেও আওয়ামী দোসর গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও জুলাই যোদ্ধারা।
বুলবুল আহম্মেদ গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসন থানার কফিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুলবুল ছিলেন ভোগড়া এলাকার আওয়ামী লীগ ক্যাডার। তাঁর বিরুদ্ধে গত বছরের ১১ ডিসেম্বর নগরীর বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং ৮) হয়। এই মামলার বাদি মো. তুষার মুন্সী ফরিদপুরের সালথা থানার চর ব্যাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকায় ভাড়া থাকরেন। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকিসহ ১৫৭ জনকে আসামী করে দায়ের হওয়া মামলায় বুলবুল ৭৩ নম্বর আসামি। আসামীদের বিরুদ্ধে বাদি বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বাদিকে ২০২৪ সালের ২০ জুলাই চান্দনা চৌরাস্তায় হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার অভিযোগ করেন।
একই থানায় দায়ের হওয়া অপর মামলার (মামলা নং ১০, তারিখ ৯-১১-২৪) বাদি মো. সালমান শাহর (২৪) বাড়ি নগরীর দিঘিরচালা এলাকায়। তিনি আসামিদের বিরুদ্ধে গুলি করে চোখ নষ্টের এবং হত্যা চেষ্টা অভিযোগ আনেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া অপর দুই মামলার (সিআর মোমলা নং ৮০০/২৪, গাছা থানা ও সিআর মামলা নং ২০/২৫, বাসন থানা) বাদি যথাক্রমে বসন থানার দিঘিরচালা এলাকার মো. ওয়ালিদ ইসলাম নাঈদ (২৭) ও একই থানার তেলিপাড়া এলাকার আতিকুর রহমান (২১)।
বাদিরা অভিযোগ করেন, বাসন থানার একজন প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় আছেন আওয়ামী দোসর বুলবুল আহম্মেদ।




