গাজীপুর প্রতিনিধি
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেছেন, আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মাছের পোনার গুণগতমান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে উৎপাদন খরচ কমবে এবং চাষিরাও উপকৃত হবেন। মঙ্গলবার দিনব্যাপী গাজীপুরে এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) অধীনে জেলা মৎস্য দপ্তর ওই কর্মশালার আয়োজন করে।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
উপ-সহকারী পরিচালক রাফিয়া আফরীনের সঞ্চালনায় মুক্ত আলোচনায় খামার মালিক, উদ্যোক্তা, মৎসজীবী, মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন।