গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে ছাত্রদল নেতার বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ছাত্রদল নেতা জুবায়ের আল-মামুন। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার কাওরাইদ এলাকার আবদুল খালেকের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরীর লাগালিয়া এলকার মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের মুলাইদ এলাকার শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানকে আটক করা হয়। সাদাফের দেওয়া তথ্যে শুক্রবার রাতে তার ফুফাত ভাই ছাত্রদল নেতা জুবায়ের আল মাসুনের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে পাওয়া যায়নি। তার ঘর তল্লাশী করে ওয়্যারড্রব থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি দুইটি ম্যাগাজিন উদ্ধার হয়। এ ঘটনায় মামলার পর গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়।




