গাজীপুর প্রতিবেদক
‘টাইফয়েড টিকা নিয়ে আবদুল্লাহ আল কাইয়ুম বলেন, ভয় পাইনি, কোন ব্যাথাও লাগেনি। আমি ভালো আছি। আমার সব সহপাঠিকে বলব টিকা নিতে’। কাইয়ুম গাজীপুর কালেক্টরেট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। রবিবার সকাল সোয়া ১০টায় ওই স্কুলের টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী মো. জাহিদুল ইসলাম কাইয়ুমকে টিকা দেন। এর মাধ্যমে জেলায় শুরু হয় টায়ফেয়েড টিকাদান ক্যাম্পেইন। পরে আরো কয়েকজন শিক্ষার্থীকে টিকাদানের মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাকে কর্মসূচির উদ্বোধন করেন
জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এ সময় সিভিল সার্জন ডা. মামুনুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় ১২ লাখ ৯৬ হাজার ৫৯৫জন শিশু, কিশোর-কিশোরীকে টাইফয়েট টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৫০জন টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। ১৩৫০টি বিদ্যালয়, ১০৮০টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং চারটি স্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের জন্য ২ হাজার ৭০০ টিকাদানকারী এবং ৪ হাজার ৫০জন স্বোচ্ছাসেবী নিয়োজিত করা হয়েছে। কর্মসূচি অব্যাহত থাকবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ।




