গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে ‘রাজেন্দ্র ইকো রিসোর্ট’ নামে একটি প্রতিষ্ঠান দখল নিতে দুই দফা হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় অবস্থিত রির্সোটটির কো-অপারেশন এন্ড এনডিমন ম্যানেজার এস. এ. এম রাকু দেওয়ান। রবিবার এক প্রেস কনফারেন্সে তিনি একব অভিযোগ করেন।
রাকু দেওয়ান বলেন, স্থানীয় আজিজুর রহমান শিমুল, ঢাকার ব্যবসায়ী এস.এ.এম শফিকুর রহমান ও আখতার হোসেন সাদ্দাম ১০১২জন সহযোগীরা গত ২ অক্টোবার জোরপূর্বক রিসোর্টে প্রবেশ করে রিসোর্ট দখল নিতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। পুলিশ আসার পর তারা চলে যায়। একই ভাবে তারা ৮ অক্টোবর পৌনে ২টার দিকে ফের রিসোর্টের কর্মচারিদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক রিসোর্ট থেকে বের করে দেয়। হামলায় তিনিসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে হামলাকারীদের বের করে দেয়।
তিনি আরো বলেন, অতীতে একটি জাল দলিল দিয়ে মালিকানা দাবি রিসোর্টের একাংশের মালিকানা এবং ভুয়া চুক্তিনামা তৈরী করে তারা রিসোর্টটি পরিচালনা করতে চেয়েছিল। রিসোর্টের পক্ষ থেকে আদালতে মামলা করা হলে পিবিআই তদন্ত করে ওই চুক্তিপত্রটি জাল উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। চুক্তিনামায় মৃত ব্যক্তির স্বাক্ষরও রয়েছে বলে পিবিআইয়ের প্রতিবেদনের উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আজিজুর রহমান শিমুল বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, রিসোর্টে হামলা ভাংচুরের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।