গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জাহান্নারা বেগমের নেতৃত্বে দুই শতাধিক নারী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। বিএনপি নেতা-কর্মীরা ফুল এবং করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবি) চেয়ারম্যান এস. এম. মাহাফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই যোগদান তৃণমূল পর্যায়ে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




