ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসএসসি প্রস্তুতি ২০২৪ : অর্থনীতি অধ্যায়ভিত্তিক প্রশ্ন

অষ্টম অধ্যায়
বাংলাদেশের অর্থনীতি

বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর কত দশক উন্নয়নের ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি  সাধিত হয়েছে?
ক) দুই দশক    খ) তিন দশক
গ) চার দশক    ঘ) পাঁচ দশক
২। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য−
i. কৃষি খাতের প্রাধান্য
ii. জীবনযাত্রার ক্রমোন্নতি
iii. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii
৩। দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
ক) ৪০.৫১    খ) ৪০.৮২
গ) ৪০.৬২    ঘ) ৪০.৭১
৪।

২০১৮-১৯ অর্থবছরে সার্বিক শিল্প খাতের অবদান প্রায় কত শতাংশ?
ক) ২৫.১৪    খ) ২০.৪০                            গ) ১৩.৩৫    ঘ) ৩৫.১৪
৫। দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্প খাতে নিয়োজিত?
ক) ২৫.১৪    খ) ২০.৪০                      গ) ১৩.৩৫    ঘ) ৩৫.১৪
৬। শিল্পনীতি ২০১৬ ঘোষণা করার উদ্দেশ্য−
i. শিল্পায়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা
ii. দারিদ্র্য দূরীকরণ
iii. কৃষির আধুনিকীকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii
৭। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
ক) ১৭১৪    খ) ১৭৫২                      গ) ২০৬৪    ঘ) ১৭৫১
৮।
অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী এ দেশের কত ভাগ লোক চরম দারিদ্র্যসীমায় বাস করে?
ক) ৩১.৫০    খ) ১০.৫                 গ) ৩২.৫০    ঘ) ৩১.৯০
৯। বাংলাদেশের কত ভাগ লোক সুপেয় পানি পায়?
ক) ৯৮.১    খ) ৭২.৬                       গ) ৮৭.৫৫    ঘ) ৯৮.৮
১০। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
ক) ৯৮.১    খ) ৭২.৬               গ) ৮৭.৫৫    ঘ) ৯৮.৮
১১। ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট বিনিয়োগ ছিল জিডিপির কত শতাংশ?
ক) ৩৬.৭৫    খ) ৩২.৬৫
গ) ৩২.৫৫    ঘ) ৩১.৭৫
১২।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কত?
ক) একাদশ    খ) দশম
গ) নবম    ঘ) চতুর্থ
১৩। ২০২০ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
ক) ৯২৫    খ) ১০১৫                    গ) ১০২৫    ঘ) ১১২৫
১৪। ২০১৯ সালের প্রাথমিক হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.৩৭%    খ) ১.৪৮%
গ) ২.১১%     ঘ) ৩.৯৯%
১৫। EPZ-এর পূর্ণরূপ কী?
ক) Export Processing Zone
খ) Export Private Zone
গ) Export Producing zone
ঘ) Export Productive zone
১৬। ২০১৯-২০ অর্থবছরে খনিজ সম্পদের সমন্বিত খাতের অবদান কত শতাংশ হয়েছে?
ক) ১.২০    খ) ১.৭২
গ) ১.৬৩    ঘ) ১.৮০
১৭।
SPM-এর পূর্ণরূপ কী?
ক) Silent Point Mood
খ) Single Point Mooring
গ) Simple Power Moring
ঘ) Silent Point Mood
১৮। অর্থনৈতিক অবকাঠামো নিচের কোনটি?
ক) স্কুল    খ) হাসপাতাল    গ) ক্লাব    ঘ) পদ্মা সেতু
১৯। ঢাকা শহরের যানজট নিরসনে সরকার কত কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে?
ক) ১৬    খ) ২৬
গ) ২৫    ঘ) ৩৬
২০। রূপকল্প ২০২১-এর উদ্দেশ্য হলো−
i. দারিদ্র্য বিমোচন
ii. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ        iii. উচ্চতর প্রবৃদ্ধি অর্জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii
২১। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
ক) ৪    খ) ৩
গ) ৫    ঘ) ৬
২২। কৃষি ও বনজ খাতের উপখাত হলো−
i. শস্য ও শাক-সবজি
ii. প্রাণিসম্পদ    iii. মৎস্য সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii
২৩। ২০১৯-২০ বছরে কত লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল?
ক) ৪৮১.৭৪    খ) ৪৮০.১৩     গ) ৪৫৪.০৪    ঘ) ৪৯৫.১৩
২৪। অপরিশোধিত তেল কোন খাতের উপখাত?
ক) খনিজ ও খনন
খ) জ্বালানি ও নির্মাণ
গ) ক্ষুদ্রায়তন শিল্প
ঘ) বিদ্যুৎ, গ্যাস ও পানি
২৫। মনিকা চাকমা বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালায় ও ছেলে-মেয়েকে লেখাপড়া করায়। মনিকা চাকমা কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক) কুটিরশিল্প    খ) ক্ষুদ্র শিল্প    গ) মাঝারি শিল্প    ঘ) বৃহৎ শিল্প
২৬। বর্তমানে বাংলাদেশে কয়টি EPZ আছে?
ক) ৯টি    খ) ৮টি                        গ) ১০টি    ঘ) ৭টি
২৭। উত্তরা EPZ কোন জেলায় অবস্থিত?
ক) ঢাকা    খ) কুমিল্লা
গ) চট্টগ্রাম    ঘ) নীলফামারী
২৮। বর্তমানে বাংলাদেশে জাতীয় মহাসড়ক রয়েছে কত কিলোমিটার?
ক) ২৩৫৫০    খ) ২১৫৭০    গ) ২১৫৬৯    ঘ) ২১৪৯৮
২৯। বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি?
ক) চট্টগ্রাম    খ) পায়রা                     গ) ঢাকা    ঘ)  মোংলা
৩০। STOL-এর পূর্ণরূপ কী?
ক) Stock Take Off and Landing
খ) Short Take Off and Landing
গ) Simple Take Off and Landing    ঘ) Short Teller Off and Landing 

উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. ক ৩০. খ।

 

শেয়ার করুনঃ

বিজ্ঞাপন

সর্বশেষ

ফেসবুক পেজ

আর্কাইভ

SatSunMonTueWedThuFri
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
     12
10111213141516
17181920212223
242526272829 
       
  12345
13141516171819
20212223242526
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       

স্বত্ব © ২০২৩ ঢাকা মেইল ২৪