কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যাকে পিটিয়ে
পুলিশে সোপর্দের অভিযোগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দের অভিযোগ উঠেছে কতিপয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহিস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে ওই ইউনিয়নের রানীগঞ্জ বাজারে। আটককৃত চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা (৬৭) উপজেলার খিলগাঁও গ্রামের মোফাজ্জল খানের ছেলে এবং দ্বীমান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ মাছ বাজার এলাকার একটি বৈঠক করছিলেন চেয়ারম্যান খোকা। এ সময় ২০-২৫ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী তাঁকে আটক করে পিটুনি দেয়। পরে কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে কাপাসিয়া সদরের ফকির মজনু শাহ্ সেতু এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। ওই ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন একটি মামলা করেন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্থানীয় জনতা বৃহিস্পতিবার বিকালে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। চেয়ারম্যান ওহাব খান খোকার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।