টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিকসহ দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। রবিবার দুপুরে খিলগাঁও পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পূবাইল থানায় সাধারণ ডাইরি করেছেন আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি মো. শাকিল (৩০)।
ভুক্তভোগী সাংবাদিক শাকিল জানান, তিনি ও তাঁর সহকর্মী মো. সেলিমকে (৪০) নিয়ে দুপুর দেড়টার দিকে ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুর রউফ সরকারের বাড়িতে যান। বাড়ির সামনে ভিডিও ধারণকালে অভিযুক্ত ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে তাদের দুইজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পযার্য়ে তাদের হেনস্তা করে আটকে রাখেন এবং দশ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
সাংবাদিক শাকিল বিষয়টি তাৎক্ষণিকভাবে টেলিভিশন কর্তৃপক্ষ ও স্থানীয় পূবাইল থানা পুলিশকে অবহিত করলে সোলায়মান আরো ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজন সাংবাদিকদের সমর্থনে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ করেন। পরে তাদের সহায়তায় শাকিল ও তার সহকর্মী পূবাইল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা একজন সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। সেখানে যে ঘটনাটা ঘটেছে, তা খুবই দুঃখজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সংবাদকর্মীদের হেনস্তাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সাংবাদিক শাকিলের জিডি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।