শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রাত তিনটায় ঘুমন্ত ছেলের উপর বটি নিয়ে ঝাপিয়ে পড়েন বাবা। এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত হলে রক্তাক্ত জামা গায়েই বুধবার ভোরে উপস্থিত হন থানায়। ডিউটি অফিসারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমাকে গ্রেপ্তার করেন’। সত্যতা যাচাইয়ের পর পুলিশ ওই বাবাকে গ্রেপ্তার করে।
মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা মোহাম্মদ আলী (৫১) ওই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছেন। মোহাম্মদ আলী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গ্রেপ্তার মোহাম্মদ আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, আনোয়ার মালয়েশিয়ায় কাজ করতেন। পাঁচ বছর আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়েন। ওই সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা করানো হয়। সুস্থ হলে পুনরায় মালয়েশিয়া চলে যায় আনোয়ার। গত দেড় বছর পুর্বে মালয়েশিয়া থেকে ফিরে ফের মাদক সেবন শুরু করেন তিনি। অল্প দিনেই মালয়েশিয়া আয় করে আনা আট লাখ টাকা খরচ করে ফেলে আনোয়ার হোসেন। জমানো টাকা শেষ হয়ে গেলে মাদকের টাকার জন্য প্রায়ই টাকর জন্য অত্যাচার শুরু করে। পুকুরের মাছ, গোয়ালের গরু জোর করে বিক্রি করে টাকা নিয়ে যেতেন তিনি। মাদকের টাকা না পেয়ে মঙ্গলবার গোয়ালের ১১টি গরুর উপর নির্দয় ভাবে মারধর করতে থাকে।
বাঁধা দিতে গেলে বাবাকে কিল ঘুষির মারতে থাকে আনোয়ার। ছেলের এমন ভয়ংকর আচরণে ক্ষুব্ধ হয়ে বাবা মোহাম্মদ আলী ওই নৃশংস ঘটনা ঘটিয়েছেন।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ভোরে মোহাম্মদ আলী থানায় এসে আত্মসমর্পণ করেন। সকাল ১১টার দিকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।