গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গাজীপুর প্রতিনিধি
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সন্তানসহ এক টেক্সটাইল শ্রমিক নিহত হয়েছেন। তারা একটি সিএনজি অটোরিকশায় করে গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন। মর্মান্তিক ওই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাক ও অপর এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজি অটোরিকশাটিরর মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাঁদের ১০ বছরের একমাত্র সন্তান মাদ্রাসা ছাত্র মো. আবু হুরাইরা। অন্যরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মো. শফিকুল ইসলাম (৫৫) ও সিএনজি চালক টাঙ্গাইলের মো. মোক্তার হোসেন (৬০)। স্বপরিবারের জাহিদ শ্রীপুরের নোমান হোম টেক্সটাইলের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বাবা সাবেদ আলীকে দেখতে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছলেন।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ সুরুজ-উজ-জামান জানান, ৪ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামকে ও তাঁর ছেলে আবু হুরাইরার মৃত্যু হয়। হাসপাতলে নেওয়ার পথে নাসরিন নাহার ও শফিকুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত চালক মোক্তার হোসেনকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
নিহত জাহিদুলের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, তার ভাই পরিবার নিয়ে মাওনা চৌরাস্তা এলাকায় ভাড়া থেকে কারখানায় চাকরি করতেন। তাদের বাব গুরুতর অসুস্থ। বাবাকে দেখতে পরিবার নিয়ে তাঁর ভাই গ্রামের বাড়ি যাচ্ছিলেন।