গাজীপুর প্রতিনিধি
গত বছর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় গাজীপুরে মৌন মিছিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে একটি মৌন মিছিল বের হয়। বিশাল মৌন মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি গবেষণা ইনস্টিটিউট গেটের কাছে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিএনপি নেতা আহাম্ম আলী রুশদি, মেহেদী হাসান এলিস, আবদুল হান্নান মিয়া হান্নু, আ ক ম মোফাজ্জল হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।