টঙ্গীতে আনন্দ
গাজীপুর প্রতিবেদক
‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ছিল। দল তদন্ত করে সত্যতা পায়নি। প্রামাণ হয়েছে নির্দোষ ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ’। বহিষ্কার আদেশ প্রত্যাহার ও দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার চিঠি পেয়ে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাপ্পুসহ বিভিন্ন জেলার বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়।
এদিকে রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে তার নিজ এলাকা টঙ্গীতে মিষ্টি বিতরন করে আনন্দ প্রকাশ করেছে নেতা-কর্মীরা।
পাপ্পু সরকার আরো বলেন, জীবনবাজি রেখে দলের জন্য কাজ করেছি। কোনদিন আদর্শচ্যুত হয়নি। ভবিষ্যতেও হব না। একটি মহল তার জনপ্রিয়তায় ভয় পেয়ে কেন্দ্রের কাছে মিথ্যা অভিযোগ করে ছিল। আজ প্রমাণ হয়েছে অভিযোগের সত্যতা ছিলনা।
উল্লেখ্য, গত ৬ জুলাই শিল্প-কারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে রাকিব উদ্দিন সরকার পাপ্পুসসহ গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়।


