সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মাদরাসার শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম(৩৩) নামে এক মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার(০৭ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।
মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।
এলাকা বাসি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের হয়েছে । তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।